|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: যতদিন না-পর্যন্ত তথ্য সংরক্ষণ বিল কার্যকরী হচ্ছে, ততদিন ইউজারদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করতে জোর করবে না হোয়াটসঅ্যাপ ৷ দিল্লি হাইকোর্টকে এ কথা জানিয়ে দিয়েছে এই মেসেজিং সংস্থা ৷
হোয়াটসঅ্যাপের পক্ষের আইনজীবী হরিশ সালভে জানিয়েছেন, স্বেচ্ছায় নিজেদের নয়া প্রাইভেসি পলিসি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের এই কোম্পানি ৷ এই গোপনীয়তা রক্ষা নীতি গ্রহণ করার জন্য হোয়াটসঅ্যাপ তার গ্রাহকদের জোর করবে না বলেও জানিয়ে দেন সালভে ৷
কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল ৷ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের থেকে তাদের নীতির বিষয়ে তথ্যও জানতে চাওয়া হয়েছিল ৷
এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দুটি সংস্থা ৷ তবে আদালতের এক বিচারপতির বেঞ্চ হোয়াটসঅ্য়াপের পিটিশন খারিজ করে দেয় ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে আপিল করে এই মেসেজিং অ্যাপ ৷ তথ্য সংরক্ষণ বিল আইনে পরিণত হওয়ার আগেই হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করার জন্য জোর করছে বলে হাইকোর্টে অভিযোগ করেছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই আবেদনের শুনানিতেই অনেকটা সুর নরম করল হোয়াটসঅ্যাপ ৷
গ্রাহকদের চ্যাট ও অন্যান্য গোপনীয় নথি ফেসবুকের সঙ্গে শেয়ার হয়ে যাওয়ার ভয়ে হোয়াটসঅ্যাপের সমালোচনায় মুখর হয়েছে বিভিন্ন মহল ৷ অনেকে এই অ্যাপের ব্যবহার বন্ধও করে দিয়েছেন ৷ পরিস্থিতি সামাল দিতেই হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে, তারা তাদের গোপনীয়তা রক্ষা নীতি গ্রহণ করার জন্য গ্রাহকদের আপাতত জোর করবে না ৷