কুশমোড়ে নেহরু যুব কেন্দ্রর সাফাই ও জল সংরক্ষণ কর্মসূচি

ফজলে এলাহি, নতুন গতি,কুশমোড়:- মুরারই-2 ব্লক এর কুশমোড় রুরাল হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি সপ্তাহভর সচ্চতা ও জল সংরক্ষণ নিয়ে জনগনের মধ্যে প্রচার চালালেন কাজকর্মের মধ্যে দিয়ে।বর্তমান সমাজে পরিবেশ দূষণ বেড়েই চলেছে,এর থেকে বাঁচতে আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে,আমাদের আশপাশ পরিস্কার করতে হবে,পুকুরে বা জলসয়ের মধ্যে যেন আমরা নোংরা না ফেলি ।

তাই মানুষকে সজাগ করতে এগিয়ে এলো কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি নেহরু যুব কেন্দ্রের বীরভূম শাখার উদ্যগে । স্থানীয় স্কুল,সাস্থ্যকেন্দ্র,পঞ্চায়েত ভবন,সব্জিহাট,নালা,সৌচলয় পুকুর পরিষ্কার করে সমাজে স্বাচ্ছ তার প্রচার চালালেন। সংস্থার সম্পাদক ফজল-এ-এলাহী সংবাদমাধ্যমকে বলেন বিগত 6 বছর ধরে এই সংস্থা সমাজিক কাজকর্মের মধ্যে জড়িত আছে ।