কোচবিহারের খাগড়াবাড়ি সংলগ্ন একটি আয়ুর্বেদিক ডাক্তার ভুয়ো ডিগ্রি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন

নিজস্ব সংবাদদাতা : কোচবিহারের খাগড়াবাড়ি সংলগ্ন একটি আয়ুর্বেদিক ওষুধের চেম্বারে ডাক্তারি করতেন এক ব্যক্তি। পকেটে ভারী, ভারী ডিগ্রি। এদিকে লন্ডনের ডিগ্রি আছে বলেও দাবি করতেন ওই ব্যক্তি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার তাকে আটক করে। তাঁর বাড়ি পুন্ডিবাড়ি থানার পূর্ব চন্দনচৌরা এলাকায়। এদিকে পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি যে বিদেশি ডিগ্রির কথা জানিয়েছেন তা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তি ভুয়ো ডিগ্রি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তিকে এমবিবিএসের পুরো নাম জিজ্ঞাসা করা হয়েছিল। এমবিবিএসের অর্থও জিজ্ঞাসা করা হয়েছিল তাঁকে। কিন্তু সেটা বলতেই বার বার হোঁচট খান ওই ব্যক্তি। কার্যত ঘেমে নেয়ে একসা কান্ড। পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তির ডিগ্রিগুলি যাচাই করে দেখছে।তবে এবারই প্রথম নয়, এর আগেও কোচবিহার থেকে একাধিক ভুয়ো চিকিৎসককে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে স্থানীয় সূত্রে খবর, কোচবিহারে ব্যাঙের ছাতার মতো প্রচুর ক্লিনিক ও পলিক্লিনিক তৈরি হয়েছে। অসম থেকেও অনেকে চিকিৎসার জন্য কোচবিহারে আসেন। তাঁদেরকেও চিকিৎসা পরিষেবা দেওয়ার নাম করে নানাভাবে প্রতারণা করা হয় বলে অভিযোগ। গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ ও স্বাস্থ্য দফতর।