|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম। চিনপাই হাইস্কুলের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং বীরভূমের কাজরী সংস্থার সহযোগিতায় শনিবার বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ বিষয়ক কর্মসূচীর আয়োজন করা হয়৷ এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা সভার আয়োজনও ছিল৷ কাজরীর কর্ণধার সমাজসেবী শিক্ষককে সংবর্ধনা — সম্মাননা জানান।
বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী উপলক্ষে ছাত্র ছাত্রীদের হাতে কাজরীর পক্ষ থেকে প্রায় ৭০০ পেয়ারার চারা বিতরণ করা হয়৷ এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকরা৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ মজুমদার, কাজরীর কর্ণধার, অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সমাজসেবী উজ্জ্বল রায়, অতিরিক্ত জেলা শাসক প্রমুখ৷ এদিন আনুষ্ঠানিক ভাবে আদর্শ শিক্ষক বৃক্ষপ্রেমী উজ্জ্বল রায়কে সম্মাননা সংবর্ধনা জানান অতিরিক্ত জেলা শাসক৷ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও পরিবেশ তথা সবুজপ্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো৷