|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদা। আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ইংরেজবাজার শহরের রামনগর কাছারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নূর আহমেদ ও দিলওয়ার হোসেন। নূরের বাড়ি কালিয়াচকের বামনগ্রাম বালিহারপুর গ্রামে ও দিলওয়ারের বাড়ি সুজাপুর ফেরদু হাজী পাড়া গ্রামে। তাদের কাছ থেকে দুটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। রবিবার তাদের মালদহ জেলা আদালতে তোলা হবে। পুলিশ সুপার অলক রাজোরিয়া বলেন, বেআইনি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।