বাঁকুড়ার কোতুলপুরে সাইকেল চালিয়ে সেভ ড্রাইভ সেফ লাইফ প্রচার বিষ্ণুপুরের এস ডি পি ও কুতুবুদ্দিন খান এর।

নিজস্ব সংবাদদাতা: সেফ ড্রাইভ ও সেভ লাইফ কে সামনে রেখে কোতুলপুর থানায় অনুষ্ঠিত হলো সাইকেল র‍্যালি। এই র‍্যালির মূলত উদ্দেশ্য ছিল মানুষকে ট্রাফিক সচেতন এর বার্তা পৌঁছে দেওয়া। বিগত বেশ কয়েক দিন ধরেই বাঁকুড়ার কোতুলপুরে পথ দুর্ঘটনা ঘটেছে। বাঁকুড়া জেলা পুলিশ কোতুলপুর এর বুকে এই ধরনের দুর্ঘটনা রুখতে নানান রকম পন্থা অবলম্বন করেই চলেছে । যেমন নতুন ট্রাফিক ওসি মোতায়েন করা হয়েছে তার অফিস হয়েছে কোতুলপুর নেতাজি মোড়ে। আজ এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন বিষ্ণুপুরের এসডিপিও কুতুবুদ্দিন খান মহাশয়, কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাশিষ হালদার , কোতুলপুর এসটিজি অফিসার অলকেশ পতি, কোতুলপুর অঞ্চল সভাপতি তুষার রায়। সর্বোপরি এই র‍্যালিতে যোগদান করেন কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী। র‍্যালিটি শুরু হয় কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে নেতাজি মোড় হয়ে চৌরাস্তা দিয়ে সবজি বাজার হয়ে পুনঃরায় কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের মাঠেই শেষ হয়।তবে এখন দেখার বিষয়, আগামী দিনে কোতুলপুর বাসী এবং কোতলপুরে পথ চলতি মানুষ কতটা সচেতন হন।এস ডি পি ও কুতুবুদ্দিন খান জানিয়েছেন ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই অনেককে জরিমানা করা হয়েছে, আগামী দিনে পথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে যাতে করে পথ দুর্ঘটনা এড়ানো যায়। পথচারী ও গাড়ির চালকদের সচেতন হতে হবে তবেই এই কর্মসূচির ফল পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।

    পথচারী জীতেন ঘোষ বলেন বেশ কিছু গাড়ির চালক আছেন যারা একেবারেই তীব্র গতিতে গাড়ি চালিয়ে থাকে সেই সমস্ত গাড়ির চালকদের চিহ্নিত করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নিলে ভালো হয়। অভার লোড গাড়ির চলাচল আর নেই বললেই চলে তবুও দুর্ঘটনা ঘটছে সেক্ষেত্রে দেখা গেছে গাড়ির চালক অন্য মনস্ক হয়ে ছিলেন। বাঁকুড়া জেলা পুলিশ পক্ষ থেকে জয়পুর থেকে কোতুলপুর রাস্তায় বেশ কয়েকটি এক্সিডেন্ট জোন চিহ্নিত করে ট্রাফিকের ব্যবস্থা নেওয়া হয়েছে।

    ছাত্র ছাত্রী ও মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা ছিল অতুলনীয় তারা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে পথ নিরাপত্তা বিষয়ে জোরদার প্রচার চালান।