|
---|
সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি, বীরভূম: সরকারের নির্দেশ মোতাবেক শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী নির্মল বিদ্যালয় অভিযান,৩১শে আগষ্ট অর্থাৎ আজ তার শেষ দিন। সেই কর্মসূচি রূপদানে আজ বীরভূম জেলার রাজনগর ব্লকের নারায়নপুর শিশু শিক্ষা কেন্দ্রে রাজনগর গ্রাম সহায় কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে দিনটি বিভিন্ন কর্মসূচি পালন করার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাসমণি মন্ডল সভার শুভ সূচনা করেন। নির্মল বিদ্যালয় সপ্তাহ অভিযানের প্রচারার্থে ছাত্র-ছাত্রীদের হাতে গাছ লাগান প্রান বাঁচান,জল অপচয় রোধ করুন,জল ধরো জল ভরো, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলুন, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ইত্যাদি সচেতনতা মূলক শ্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে গোটা গ্রাম পথ পরিক্রমা করা হয়। পড়ুয়াদের সাথে সাথে অভিভাবকদের ও এদিন বিদ্যালয় চত্বর এলাকায় সাফাই, ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক কুড়োনো এমনকি শপথ গ্রহণ করার ছবি ও দেখা যায়। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্ন দাস, ঝুমা মন্ডল তেমনি গ্রামের ধীরেন্দ্রনাথ মন্ডল,অনিল সরেন, দিদিমনি হেমরম প্রমুখ উপস্থিত ব্যক্তিদের উৎসাহ এবং কর্মতৎপরতা ছিল চোখে পড়ার মতো। ঘটনা প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রধান শিক্ষিকা রাসমণি মন্ডল জানান আজকের কর্মসূচি সম্পর্কে।