হেল্প এজ ইন্ডিয়ার উদ্যোগে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আর্থিক সাহায্যে ট্রেনিং এন্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম বীরভূমে

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: বীরভূম জেলার রাজনগরে শনিবার হেল্প এজ ইন্ডিয়ার রাজনগর প্রজেক্ট অফিসে ট্রেনিং এন্ড ওরিয়েন্টেশন অন মাইক্রো ক্রেটিড প্ল্যানিং , প্ল্যান এন্ড গ্রেডিং অফ ইএসএইচজিএস অফ ভলান্টিয়ারস এন্ড রিসোর্স পার্সনস এর আয়োজন করা হয়৷ হেল্প এজ ইন্ডিয়ার উদ্যোগে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর আর্থিক সহায়তায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষ ও সুধীজনেরা৷

     

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হেল্প এজ ইন্ডিয়ার প্রজেক্ট এক্সিকিউটিভ ( রাজনগর )প্রভাকর মন্ডল জানান, গাংমুড়ি — জয়পুর, রাজনগর ও তাঁতিপাড়া এই তিনটি গ্রামপঞ্চায়েত এলাকার স্বনির্ভর দলের সদস্য, ভলান্টিয়ারস ও রিসোর্স পার্সনদের এদিন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ পূর্বমেদিনীপুরের কোলাঘাট থেকে আগত পাঁচজন প্রশিক্ষক— ভানুরাম দে, সত্য রাউৎ, সমীর মিত্র, কল্পনা সামন্ত ও প্রতিভা হাইত সকলকে এদিন প্রশিক্ষণ দেন৷ হেল্প এজ ইন্ডিয়া খুব সুন্দর ভাবে দক্ষতার সঙ্গে আলম্বনা প্রকল্পে জনসেবা মূলক কাজ করে চলেছে রাজনগর এলাকায়৷ এমনই মন্তব্য শিবিরে অংশ গ্রহণকারী প্রবীণ নাগরিক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক জগদানন্দ দাস, দ্বিজকুল দাস, দীনবন্ধু নাথ দাস প্রমুখ৷ পদস্থ কর্তাদের পাশাপাশি সংস্থার ভলান্টিয়ারদের তৎপর থাকতে লক্ষ্য করা যায় এদিন৷ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত সকলকে মধ্যাহ্নকালীন আহারে আপ্যায়িত করা হয়৷ বক্তারা সংস্থার আগামীর পরিকল্পনার কথা ঘোষনা করেন৷ কিভাবে চিকিৎসা, লোন সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে তাও ব্যাখ্যা করেন তাঁরা৷ অংশ গ্রহণকারী পুরুষ ও মহিলারা এতে যে ভীষণ খুশি তা বলার অপেক্ষা রাখেনা৷