|
---|
পারিজাত মোল্লা : 5,1ডলবি সারাউন্ডে ব্লাক ম্যাজিক ক্যামেরায় ছবিটি নির্মিত।অভিনয়ে আছেন বিশ্বনাথ বসু,শ্রেয়সী বিশ্বাস, দুলাল লাহিড়ী,ভোলা তামাঙ,মহুয়া চ্যাটার্জি,রীতা মান্না,ডা অমিতাভ ভট্টাচার্য্য,প্রভাত ঘোষ,চৈতালী জানা,পূর্ণেন্দু হালদার,রাজকুমার দাস,মা শিবা,ডাকু ও অন্যান্য।রোমান্টিক জুটি বেঁধেছেন মৃণ্ময় ও ডালিয়া ।ছবিটিতে গানে কন্ঠ দিয়েছেন জয়া হালদার,ঋতুরাজ ও কৃতি ব্যানার্জী।সঙ্গীত পরিচালক আবিরলাল।দুটি রবীন্দ্র সঙ্গীত,দুটি নজরুল গীতি ও দুটি আধুনিক গান আছে।এ ছাড়া বিশ্বনাথ বসু নিজের কন্ঠে তিনটে ছোটো ছোটো গান গেয়েছেন।হাসি গান নাচ ফাইটিঙ্ এ ভরা মিষ্টি পারিবারিক ছবি।দুর্নীতির বিরুদ্ধে পরিচ্ছন্ন সামাজিক ছবি।কাহিনী,চিত্রনাট্য ও পরিচালনা পূর্ণেন্দু হালদার।নিউ ওয়েভ ফিল্মসে র ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে। দৃশ্যগ্রহণ ও সম্পাদনায় শাহবাজ আশরাফ।কোলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সুদূর লন্ডনএ শুটিং এ ছবির বাড়তি আকর্ষণ।ছবির সেন্সর বোর্ডের ছাড়পত্র সম্প্রতি পেয়েছে। ছবিটি দেশ বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হয়েছে।ছবির ডিজাইন পরিকল্পনায় শুভ্র ও বিপ্র।ডিজিটাল পার্টনার ও টি টি সলিউশান ,মিডিয়া পার্টনার -প্রিয়চিত্রসাথী। ছবিটি পুজোর সময় মুক্তি পেতে চলছে প্রেক্ষাগৃহে।