শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর প্রাণপুরুষ স্বামী ভবানন্দ মহারাজের জন্ম দিবস পালন দুবরাজপুরে।

নিশির কুমার হাজরা। বীরভূম। সম্প্রতি দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর প্রাণপুরুষ স্বামী দেবানন্দ মহারাজের 115 তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বুধবার আশ্রম পরিচালিত শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ আজকের এই দিনটিকে পুরস্কার বিতরণী দিবস হিসেবে পালন করে বলে জানা গেছে দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পীযূষ পান্ডের পৌরহিত্যে অনুষ্ঠান শুরু হয় স্বাগত ভাষণে ওই বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ বিদ্যালয়ের নানান পরিসংখ্যান তুলে ধরেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন দুমকা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর শীর্ষ সেবক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক সুজিত সরকার, খয়রাশোল রামকৃষ্ণ আশ্রমের অচিন্ত্য মহারাজ, পরিচালন সমিতির সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট প্রাক্তন সাংবাদিক কাঞ্চন সরকার সহ বহু রাজনৈতিক কলাকুশলী মানুষজন।

    ওই অনুষ্ঠানে শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ 2018 সালে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মোহাম্মদ কবিরুল হাসান কে স্বর্ণ পদক তুলে দেওয়া হয়। এছাড়াও বিদ্যালয়ের 100 জন কৃতী ছাত্রকে পুরস্কার ও মেধাবৃত্তি তুলে দেওয়া হয় বিশিষ্ট গুণীজনের হাত দিয়ে।

    উল্লেখ্য, দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ি জনকল্যাণ তহবিল হতে আজ ওই বিদ্যালয়ের সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পীযূষ পান্ডে মহাশয়।

    ওই দিন স্বামী ভূপানন্দের জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর পক্ষ থেকে আশ্রমের নাট মন্দিরে তাকে পরম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং 300 জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র দান করেন উপস্থিত অতিথিদের একাংশ।