|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম। জেলার অন্যান্য এলাকার পাশাপাশি রাজনগরেও ১৭ই জুলাই বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ণাঢ্য মিছিল বের করা হয়৷ জানা যায়, জন সংযোগ যাত্রা ও আগামী একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতা ধর্মতলায় যাওয়ার আহ্বান জানানোর উদ্দেশ্যে এদিনের এই দলীয় কর্মসূচী তাঁদের৷
এদিন উক্ত মিছিলটি রাজনগর ডাকবাংলোর দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসস্ট্যান্ড, বাজার এলাকা পরিক্রমা করে৷ স্থানীয় ব্লক ও অঞ্চল নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সুকুমার সাধু, সজল গরাঁই, মহঃ শরিফ, সেখ কাবুল, গাফ্ফার খান, প্রাণতোষ ওঝা, আদিত্য সাহা প্রমুখ৷ গণতান্ত্রিক সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা, ব্যালটের মাধ্যমে নির্বাচন করানো সহ একাধিক দাবি এদিন তুলে ধরা হয়৷ শেষ পর্যন্ত উক্ত কর্মসূচী শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয় বলে জানা যায়৷ রাজনগরের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা এদিন সক্রিয় রুপে এতে অংশ গ্রহণ করেন৷