|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আসানসোলে অনুষ্ঠিত হল গানের প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমির উদ্যোগে ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আসানসোলে অনুষ্ঠিত হল আধুনিক বাংলা গান ও রবীন্দ্র সংগীতের প্রতিযোগিতা। ১৮ আগস্ট আসানসোল পৌর নিগমের ৫ নম্বর বোরো অফিসের সভাগৃহে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান জানান, জেলাভিত্তিক এই দুটি প্রতিযোগিতায় ব্যাপক সাড়া মিলেছে। আধুনিক বাংলা গান ও রবীন্দ্র সংগীত প্রতিযোগিতার এই দুটি বিভাগের ৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদিন প্রতিযোগিতার শেষে দুটি বিভাগের সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। আধুনিক বাংলা গানের প্রতিযোগিতায় প্রথম স্থান পায় অদৃশা স্বর্ণকার, দ্বিতীয় পুষ্কর চৌধুরী, তৃতীয় স্থান অধিকার করে সুস্মিতা সেন। রবীন্দ্র সংগীতে প্রথম হন অনুস্মিতা কর্মকার, যুগ্মভাবে দ্বিতীয় হন প্রগতি কর্মকার ও সৌমিধা লাহা, তৃতীয় স্থান অধিকার করেন সোমাশ্রী ভৌমিক। পশ্চিম বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান আরও জানান, দুটি বিভাগের জেলা স্তরে সফল প্রতিযোগীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সংগীত প্রতিযোগিতার বিচারক রুবি আজিম বলেন, সংগীত প্রতিযোগিতায় যে সমস্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকেরই মেধা আছে। যেকোনো প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, স্থান পাওয়ার জন্য কেউ অংশগ্রহণ করেন না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় কথা এই মানসিকতা সার্বিকভাবে পরিলক্ষিত হওয়া দরকার। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশীষ পোরে প্রমুখ। অন্যদিকে এদিন পূর্ব বর্ধমান জেলার প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয় পূর্বস্থলী ১ নং ব্লকের তাঁতশ্রী তে।