|
---|
নিজস্ব সংবাদদাতা : ঈদুজ্জোহা নিয়ে বৈঠক করলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। মেমারি ১নং ব্লকে ঈদুল আযহা নিয়ে বিশেষ বৈঠক হল। এই বৈঠকে পৌরহিত্য করেন মেমারি বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। ইদুজ্জোহার দিন যাতে সর্বত্র শান্তি ও সম্প্রীতি বজায় থাকে সে জন্য এই ব্লকের মুসলিম অধ্যুষিত গ্রামের ইমামদেরও এই বৈঠকে ডাকা হয়। একইসঙ্গে মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির কর্ণধার ও পরিচালকদের আহবান করা হয়েছিল আহ্বান করা হয়েছিল। এই বৈঠকে এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী বলেন, সোশ্যাল মিডিয়ার মায়াবী জগতকে অনেকে অপব্যবহার করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় কোন অপ্রীতিকর পোস্ট হলে তৎক্ষণা ত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই ধরনের পোস্ট শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকতে তিনি অনুরোধ করেন। বৈঠকে বক্তব্য রাখেন মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম ও মামুন ন্যাশনাল স্কুলের সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ ইয়াসিন। তিনি বলেন রাজ্য সরকারের উদারতার কারণে আমাদের রাজ্যে স্বাভাবিকভাবেই ঈদ উৎসব গুলি পালিত হয়। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক শামসুদ্দীন আহমাদ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনিও সম্প্রীতির বাতাবরণের দিকগুলি উত্থাপিত করেন। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেমারী ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর আলী আহমদ অলিউল্লাহ, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম প্রমুখ।