|
---|
নিজস্ব প্রতিবেদক,নতুন গতি, বাঁকুড়া:- বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর স্কুল মোড় থেকে বেলিয়াতোড় রাস্তা শুরুর মুখে অতি অল্প বৃষ্টি হতেই শুরু হয় জল জমা। নিকাশের কোন ব্যবস্থা নেই, যার ফলে যাতায়াতের ক্ষেত্রে পথ চলতি মানুষেরা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই পথের উপর দিয়ে পড়ে নিকুঞ্জপুর হাইস্কুল, প্রাথমিক স্কুল, এবং সারদা শিশু মন্দির, ফলে প্রতিদিন কয়েক শত ছাত্র-ছাত্রীদেরকে জমাকৃত সেই জলের উপর দিয়ে পারাপার করতে হচ্ছে । শুধু ছাত্র- ছাত্রীদের নয় পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের মানুষদের ও একদিকে বাঁকুড়া অপরদিকে বিষ্ণুপুর যাওয়ার ক্ষেত্রে সেই পথ মাড়িয়ে যেতে হয়। জমা জলের উপর দিয়ে যাতায়াতের ফলে অনেক সময় জামাকাপড় নোংরা হয়ে পড়ে,ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন সহ বিধায়ক পর্যন্ত সকলেই নির্বিকার। এই জল জমা থেকে সুরাহা পাওয়ার জন্য প্রসাসনের দৃষ্টি আকর্ষণ করতে বুধবার সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত প্রতিকী পথ অবরোধ করা হয় সি পি আই ( এম- এল) লিবারেশন পার্টির নেতৃত্বে। এক ঘন্টা অবরোধ চলার পর ওন্দা থানার পুলিশের অনুরোধে অবরোধ উঠে যায়।
পথ অবরোধ কর্মসূচিতে অংশ নেন পাটির স্থানীয় নেতৃত্ব বৈদ্যনাথ চিনা, আদিত্য ধবল, অজিত দাস প্রমুখ।এদিন অবরোধে অংশগ্রহণ কারীদের পাশে দাঁড়ান সি পি আই (এম-এল) লিবারেশন পার্টির জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন এবং বলেন আগামী এক সপ্তাহের মধ্যে ছাত্র- ছাত্রী অভিভাবক সহ সাধারণ মানুষের গণস্বাক্ষর সহ আবেদন বাঁকুড়া মহকুমা শাসক কে জমা দেওয়া হবে। এরপর যদি সমাধান না হয় তাহলে সাধারণ মানুষ কে সাথে নিয়ে বাঁকুড়া- দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করা হবে।