|
---|
মোহাম্মদ রিপন, নতুন গতি : বীরভূম জেলার বোলপুর ডাকবাংলা মাঠে প্রায় কুড়ি হাজার মানুষের সমাগম হয়েছিল। সুন্দর করে সাজানো মঞ্চ মঞ্চের সামনে লাগানো মহাপ্রভুর ছবি। বোলপুরের ডাকবাংলোর মাঠ থেকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস।জেলা সভাপতি অনুব্রত মন্ডলের প্রচেষ্টায় জেলার আগ্রহী খোল খঞ্জনি শিল্পীদের হাতে তুলে দেয়া হলো প্রায় 12 হাজার মতো সামগ্রী। খোল সামগ্রী পেয়ে অনেকেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। নদীয়া জেলা থেকে প্রায় দু’কোটি টাকার খোল খঞ্জনি কিনে এনে সেগুলো তুলে দেয়া হলো জেলার শিল্পীদের হাতে। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান আগামী 14 তারিখ জেলার বিভিন্ন ব্লক পৌরসভা অঞ্চল থেকে খোল খঞ্জনি দ্বারা মিছিল বার হবে আমাদের। মঞ্চে জেলার প্রথম সারির নেতৃত্ব ছাড়া উপস্থিত ছিলেন বিখ্যাত খোল শিল্পী সুমন ভট্টাচার্য, দিব্যেন্দু মন্ডল প্রমূখ।