|
---|
আবু আফজাল জিন্নাহ, নতুন গতি : ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ যে শাহাদত করা হয়েছিল, সেটা আমাদের কাছে কালোদিন হিসাবে মনে করি। ২৭তম কালাদিবস পালন করল অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন (আবমা) হুগলির সিঙ্গুর থানার মুস্তাফাপুর হাফেজিয়া কোরানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে 6ইডিসেম্বর বৃহস্পতিবার। উদ্বোধনী কেরাত পাঠ করেন হাফেজ মফিজুর রহমান। অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না বলেন, বাবরি কান্ডে লিবারহানকমিশনের রিপোর্ট অবিলম্বে কার্যকর করা উচিত। আমরা সংখ্যা লঘু মুসলিম সম্প্রদায় সংবিধান কে মানি সর্বোচ্চ আদালত যে রাই দেবে তা মাথা পেতে নেব, কিন্তু দুঃখের বিষয় যিনি দেশের প্রধান মন্ত্রী, সব ধর্মের মানুষের প্রধান মন্ত্রী তিনি কেন প্রকাশ্রে বলছেনা মহামান্য আদালত যে রাই দেবে তা দেশবাসী মাথা পেতে নেবে। প্রধানমন্ত্রী র বাবরি মসজিদ এর বিষয়ে চুপ থাকাটা অত্যন্ত লজ্জাজনক দেশবাসির জন্য। দেশে এক শ্রেনির মানুষ অশান্তির বাতাবরণ তৈরী করতে চাইছে সে বিষয়ে ও প্রধান মন্ত্রী নিশ্চুপ। উপস্থিত ছিলেন ছোট থেকে বড় রা সকলেই। দেশ বাসির জন্য দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।