|
---|
সংবাদদাতা : ১৭ ই জুন ২০২৩ অনুষ্ঠিত হলো শিয়ালদাহের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আম ও লিচু উৎসব উপলক্ষে কবিতা পাঠ কবিতা প্রতিযোগিতা আমের প্রদর্শনী উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্ভাবনা জ্ঞাপন ও গুণীজন সংবর্ধনা এবং চারা গাছ বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন কবি বরুণ চক্রবর্তী কবি অরণ্যক বসু শিশু সাহিত্যিক আব্দুল করিম। কবি শিব শংকর বক্সী ডক্টর সমির শীল কবি মুকুল চক্রবর্তী বিমান ঘোষ মৃণাল দাস চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় কল্লোল কাজী, অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রায় শতাধিক কবি ও সাহিত্যিক আম ও লিচু উৎসব এর মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয় বক্তব্য রাখতে গিয়ে শিশু সাহিত্যিক আব্দুল করিম বলেন চন্দ্রনাথ বসু প্রতিমাসে একটি করে সাহিত্যের অনুষ্ঠান করেন টিকদের একত্রিত করেন উনি নিজে না লিখলেও উৎসাহ প্রদান করেন সমগ্র পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ আসাম উড়িষ্যা ত্রিপুরা থেকে কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। বাংলা ভাষা সাহিত্যের এক নতুন দিগন্তের সৃষ্টি করেছেন আগামী প্রজন্মের কাছে নতুন প্রজন্মের কাছে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন আমরা বলব শুধুমাত্র কবিতা পাঠ নয় সব কবিদের কবিতাগুলো সংগঠিত করে একটি বই আকারে বের করা হোক বছরে প্রায় 15 টা অনুষ্ঠানে ব্যবস্থা করে থাকেন চন্দ্রনাথ বসু পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা লেখক সাহিত্যিকরা একে অপরকে চিনতে পারি মতবিনিময় করতে পারি এ এক নতুন পরিবার সৃষ্টির আদলে চন্দ্রনাথ বসুর ইতিহাস রচনা করলেন এই এই অনুষ্ঠানে গাছের চারা দত্তক হিসাবে বিভিন্নজনকে বিতরণ করা হয় বিনামূল্যে সকল বক্তা অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুমিতা ধুত।