জয়সিংহ চকে সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদোগে দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ

নুর মোহাম্মদ খান : করোনা দ্বিতীয় ঢেউ সারাবিশ্ব আজ দিশেহারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গ জুড়ে চলছে লকডাউন এই লকডাউন পরিস্থিতিতে মানুষ হয়েছে কর্মহীন এই কঠিন সময় অন্যান্য সংগঠনের মত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আরামবাগের বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি সৈয়দ জিয়াজুর রহমান তিনি এই দুর্দিনে মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন।

    আজ জয়সিংহ চক (কালুপাড়া) গ্রামে সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গ্রামের ২০০ দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ এবং ইমাম মোয়াজ্জেন দের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি সৈয়দ জিয়াজুর রহমান, সংগঠনের কোষাধ্যক্ষ শিক্ষক আব্দুল রহিম খান, সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, মাওলানা ঈসা হক, ডক্টর খলিলুর রহমান , পীরজাদা আব্দুল হালিম সাহেব,আব্দুল্লাহ সাহেব, সাইফুল ইসলাম, আশরাফ আলি খান, আব্দুল হামিদ খান সহ বিশিষ্টজনেরা।

    এদিনের অনুষ্ঠানে সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান সাহেব উপস্থিত হয়ে হয়ে বলেন ” আমার সাধ্য অনুযায়ী আমি বিভিন্ন জায়গায় মানুষকে সাহায্য করে যাচ্ছি, আজ জয়সিংহ চক এর কালুপাড়া এলাকার দুঃস্থ মানুষদের সাহায্য নিয়ে এসেছি।

    পরবর্তীতে আমি চেষ্টা করব এই গ্রামের শিক্ষিত, বেকার যুবকদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এবং এলাকার গরীব দুঃস্থ মানুষদের উদ্দেশে তিনি বলেন যদি কারো কোন সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই আমার সংগঠনের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব।
    এছাড়া উপস্থিত সকলের করোনা পরিস্থিতি নিয়ে মানুষকে সচেতন মূলক বক্তব্য রাখেন । অনুষ্ঠানে করোণা বিধি মেনে দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ, এবং এলাকার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানিত করা হয়।

    উল্লেখ্য আরামবাগের বিশিষ্ট সমাজসেবী, শিল্পপতি, আরামবাগ হোটেল এন্ড রিসোর্ট এর কর্ণধার সৈয়দ জিয়াজুর রহমান অনেকদিন থেকেই গরিব- অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছেন।