কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ শিশু দিয়ে নবীনবরণ।

লুতুব আলি, বর্ধমান, ১৯ জুন : পূর্ব বর্ধমান জেলার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয় এ বৃক্ষ শিশু দিয়ে নবীনবরণ হল। ছাত্রছাত্রীরা জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে প্রবেশ করার আগেই বৃক্ষরোপণের ভাবনা ঢুকিয়ে দেয়া হল। কালনা মহারাজা উচ্চ বিদ্যালয় এ ১৯ জুন একাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থীদের নবীন বরণ করা হলো বৃক্ষ শিশু দিয়ে। বৃক্ষ শিশু পেয়ে শিক্ষার্থীরা আপ্লুত। এই অভিনব অনুষ্ঠানের আঙ্গিক দেখে শিক্ষার্থীরা সবুজায়নের ব্যাপারে তাদের মননকে সবুজ করে তুলতে সক্ষম হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন প্রাপক শ্রীমন্ত ঘোষ এই প্রতিবেদক কে বলেন, বিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠান বৃক্ষ শিশু দিয়ে শুরু করা হয়। কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই শিক্ষার্থীদের রাখা হয় না। বৃক্ষরোপণ ও তার পরিচর্যার ব্যাপারে বিশেষভাবে পাঠ দেওয়া হয়। উল্লেখ্য, এই বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীকে টবে একটি করে গাছ। বছরের শেষে সেশন শেষ হওয়ার সময় টব সমেত গাছকে খুলে দেখিয়ে নিয়ে যেতে হয়। এটাই এই বিদ্যালয়ের রীতি। প্রতিটি শিক্ষার্থী ই প্রাণপণে চেষ্টা করে এই টব সমেত গাছকে হৃষ্টপৃষ্ট করে বিদ্যালয়ের আঙিনায় আনতে। শ্রীমন্ত বাবু আর ও বলেন, গাছ শিক্ষার্থীদের মনকে কমনীয় করে তোলে। দূষণ রোধ ও পরিবেশ সচেতনতায় শিক্ষার্থীরা সমৃদ্ধ হয়ে ওঠে। এদিনের নবীনবরণে শিক্ষার্থীদের বেলফুল, এরে লিয়া, রয়েলিয়া গাছের চারার সঙ্গে প্রত্যেককে একটি করে গোলাপ ফুল, মিষ্টির প্যাকেট ও পেন দেওয়া হয়। নবীন বরণ ও বৃক্ষরোপনের ব্যাপারে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোকপাত করেন শিক্ষারত্ন প্রাপ ক শিক্ষক তাপস কুমার কার্ফা, রঘুনাথ মন্ডল প্রমুখ।