বইমেলার ৩য় দিনে গাছ ও বস্ত্র বিতরণ উইনার ট্রাস্টের

রহমতুল্লাহ, সাগরদিঘী : ৫ম বর্ষ সাগরদিঘী বইমেলা ২০২২ আজ তার তৃতীয় দিন। এদিনও এক নজর বিহীন কর্মসূচি গ্রহণ করল স্বেচ্ছাসেবী সংগঠন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা, প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণ, কবিতা- আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই কেনাকাটা উপর আকর্ষণীয় পুরস্কার। ২০০ টাকার বই কেনাকাটা উপর একটি পেয়ারা গাছ ও ৫০০ টাকার বই কেনাকাটা উপর একটি লেবু গাছ সহ একটি গিফট প্যাক । উক্ত কর্মসূচির শুভ সুচনায় উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ,বহরমপুর এর আধিকারিক শ্রী মুকুলেন্দু পান্ডে মহাশয়, সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিকের শ্রী সুমিত বিশ্বাস মহাশয় ও ‘মিশন গ্রীন ইউনিভার্স’ এর কর্ণধার শ্রী অর্ধেন্দু বিশ্বাস মহাশয় (যিনার লক্ষ্য এক লক্ষ্য কোটি বৃক্ষরোপণ ও পরিবেশ বিপ্লব নিয়ে আসা),পঞ্চায়েত কর্মী সুমন শরীফ, সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, মির্জা জজবুল, প্ৰমুখ। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান যে মানুষের মধ্যে বই কেনার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতন করতে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে।