|
---|
মোথাবাড়ি : বৃহস্পতিবার ভোরে পরলোক গমন করলেন বিশিষ্ট মৌলানা তথা কালিয়াচকের আঞ্জুমান আহলে সুন্নাত ওয়া জামাতের দীর্ঘদিনের সভাপতি মুফতি মৌলানা মোহাম্মদ ফাকিরুদ্দিন আহমেদ। বয়স হয়েছিল প্রায় 90 বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। ফাকিরুদ্দিন সাহেবের বাড়ি কালিয়াচকের আলিপুর-১ গ্রামপঞ্চায়েতের মাড়োয়াবাদী মৌলভী পাড়া গ্রামে। তার মৃত্যুতে সমগ্র কালিয়াচক এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, বেশকিছুদিন ধরে বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন। এদিন সকালে গুরুতর অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। এছাড়া ও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা , ইদগাহ যে কোন কাজকর্ম খুবই দক্ষতার সাথে পালন করেছেন । স্থানীয় মাজহারুল উলুম হাই মাদ্রাসার প্রাক্তন সম্পাদক ছিলেন। মাজহারুল উলুম খারিজি মাদ্রাসার বর্তমান সভাপতি ছিলেন। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।