মুখ্যমন্ত্রী আতঙ্কবাদীদের আত্মীয়, বিষ্ফোরক অমিত শাহ্‌ –

 

    খান আরশাদ, মহঃবাজার —

    বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ্‌ সোমবার বীরভূমের মহঃবাজারের গনপুরে বিজেপির নির্ব্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীকে জঙ্গিদের সমর্থক বলে কটাক্ষ করলেন। এদিন তিনি বীরভূমের বিজেপি প্রার্থীদের সমর্থনে এক জনসভা করেন। বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি তিনি বিরোধীদেরও নীতির সমালোচনা করলেন। অমিত শাহ্‌ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, পুলওয়ামায় হামলার মাত্র ১৩ দিনের মধ্যেই আমাদের বায়ুসেনার জওয়ানরা জঙ্গিদের ঘাঁটিতে বোমা মেরে আসে। আর তার পরেপরেই মমতা দিদির মুখ ফ্যাকাসে হয়ে গেল। মনে হল যেন তারই আত্মীয়রা মারা গেছে।
    বামেদের প্রসঙ্গ তুলে অমিত শাহ্‌ বলেন তৃনমূল আর সিপিএম সবাই এক। এদের মধ্যে কোন পার্থক্য নেই। মানুষ পরিবর্তন চেয়েছিলো কিন্তু তা হয়নি। নারদা ও সারদা কান্ডের প্রসঙ্গ তুলে বলেন বিজেপি এই নির্বাচনে জিতলেই তিন মাসের মধ্যেই চিটফান্ডের টাকা আত্মসাৎকারীদের জেলে ঢোকানো হবে। তিনি বলেন মোদী সরকার গরীব আদিবাসী মানুষদের জন্য ৬০ হাজার কোটি টাকা দিয়েছে। রাজ্যের মানুষদের সাহায্যের জন্য জন্য চার লক্ষ কুড়ি হাজার কোটি টাকা মোদী সরকার দিয়েছে কিন্তু দিদির গুন্ডারা ওইসব টাকা মেরে দিয়েছে। দেশের মানুষ বিজেপিকেই ভোট দেবেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে মানুষ মোদীকেই চান। এদিক অমিত শাহের সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গী, বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দুধ কুমার মন্ডল, বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায়।