|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি ডেস্ক, কলকাতা:একটা ছোট ট্রাক গাড়ী শহরের সীমানা পেরোবে মধ্যরাতে, এই খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স তড়িঘড়ি গোপন সূত্র চালায়।
অফিসারদের কাছে নির্দিষ্ট খবর ছিল গোপন সূত্রে। চলছিল নিশ্ছিদ্র নজরদারি।গত রাতে ঘড়ির কাঁটায় যখন বারোটা কুড়ি, টালা ব্রিজের কাছে দেখা মিলল সন্দেহভাজন টাটা ৪০৭ গাড়িটির।
আটকানো হল, এবং তল্লাশিতে গাড়ি থেকে বেরলো ১৩৫০ কেজি বিস্ফোরক পদার্থ।২৭ টি চটের বস্তায় বোঝাই করা ছিল এই বিপুল পরিমান পটাশিয়াম নাইট্রেট।গ্রেফতার করা হয়েছে গাড়ির ড্রাইভার এবং খালাসিকে। ইন্দ্রজিৎ ভুঁই আর পদ্মলোচন দে। দু’জনেই ওড়িশার বালাসোরের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গাড়িটি ওড়িশা থেকে রওনা হয়ে যাচ্ছিল উত্তর ২৪ পরগণায়। কে বা কারা কী উদ্দেশ্যে ঠিক কোথায় এই বিস্ফোরক পাঠাচ্ছিল, তা স্পষ্ট নয় কিন্তু তদন্ত চলছে।