মুরার‌ইয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সভা

 

    নিজস্ব সংবাদদাতা- সারা দেশজুড়ে চলছে বিদ্রোহের রণধ্বনি। ভিটেমাটি হারানোর ভয়ে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে।কেন্দ্রীয় সরকারের সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল পাস হওয়ার পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য। আন্দোলনের ডাক দেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন সংগঠন। আসামে এনআরসি হওয়ার পর সেখানকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আন্দোলনের গতিবেগ রোধ করার জন্য কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছেন ইন্টারনেট পরিষেবা। আসামের আঁচ দ্রুত ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন রাজ্যে। কেন্দ্রীয় সরকার চাপে পড়ে এনআরসির ইস্যু থেকে পিছিয়ে এলেও এনপিআর দ্রুত লাগু করার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কেরালার মুখ্যমন্ত্রী এনপিআর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সমস্ত জেলার থেকে ব্লক স্তরের কর্মীদের আন্দোলনে নামার বার্তা পাঠিয়েছেন। নেত্রীর কথা রাখতে বুধবার মুরার‌‌ইয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সভা ডাকা হয়।

    উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সহ-সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, বিকাশ রঞ্জন রায় চৌধুরী, বোলপুরের সাংসদ অসিত মাল, বিধায়ক আব্দুর রহমান, আলি খান ছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব।