|
---|
রাহুল রায়; পূর্ব বর্বমান: আগামী ২৯শে এপ্রিল বর্ধমান পূর্ব লোকসভা নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনকে সামনে রেখে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস-এর সমর্থনে আজ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়ে গিয়েছে পূর্ব বর্ধমানের ধাত্রীগ্ৰাম ফুটবল ময়দানে।
উক্ত জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের সমাজকল্যাণ মন্ত্রী রাজেশ কুমার, বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস, পূর্ব বর্ধমান জেলা সাংগঠনিক সভাপতি কৃষ্ণ ঘোষ, জেলা পর্যবেক্ষক সন্দীপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃত্বরা।
সভা মঞ্চে যোগী আদিত্যনাথ বলেন, নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখেই মানুষ বিজেপিকে ভোট দেবেন। তিনি মঞ্চ কাঁপিয়ে এও বলেন, পাঁচ বছরে কেন্দ্রে বিজেপি সরকার থাকাতে গ্ৰাম-বাংলায় অনেক উন্নয়ন করা হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার থাকার জন্য গরীব মানুষদের ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছিয়ে দেওয়া হয়েছে।
আজ যোগীর জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এই জনসভাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।