বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে সোমবার নির্বাচনী জনসভা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাহুল রায়, পূর্ব বর্ধমান: বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল-এর সমর্থনে সোমবার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো জামালপুর হাটতলার মাঠে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি সুতপা নাথ, পূর্বস্থলী ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলা দেবনাথ, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সভাপতি সুব্রত মজুমদার সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ। জামালপুর হাটতলার মাঠে জনসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপির হিন্দু ধর্ম মানি না। এন আর সি করতে দেব না। বিজেপির ধর্ম মানুষ খুনের ধর্ম। পাঁচ বছর ধরে শুধুই বিদেশ ঘুরছে মোদি। পাঁচ বছরে ইতিহাস বদলে দিয়েছে। তাই বিজেপিকে একটিও ভোট দেবেন না। এই ভোটে বাংলাই দিল্লি দখল করবে। উন্নয়ন সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে কালনা শান্তিপুর গঙ্গার উপর১১শত কোটি টাকায় একটি সেতু তৈরি হচ্ছে একাধিক উন্নয়নমুখী কাজ হয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন যে ৪২ এ৪২ টা আসন দিন দিল্লী কি ভাবে দখল করতে হয় আমরা জানি তাই বাংলাই দিল্লি দখল করবে। বিজেপিকে একটিও ভোট নয়। এই জনসভায় তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই জনসভাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।