|
---|
নতুন গতি নিউজ ডেস্ক ,মালদাঃ মানব পাচার প্রতিরোধ নিয়ে একটি সচেতনতা সভা হল মালদায়। মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ওই সচেতনতা সভাটি হয়েছে মালদা জেলা আদালত চত্বরে থাকা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সভাকক্ষে। এই সচেতনতা সভায় অংশ নিয়েছিলেন মালদা জেলা আদালতের প্যানেলভুক্ত আইনজীবী, প্যারালিগাল ভলান্টিয়ার্স, চাইল্ড লাইন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, জেলা শিশু সুরক্ষা দপ্তরের কার্যকর্তারা। সচেতনতা সভায় আলোচনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক) চতুর্থ কোর্ট) ভবানী শংকর শর্মা, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন চৈতালি ঘোষ সরকার, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অনিল কুমার খুশওয়াত, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে নিশিকান্ত প্রমূখ।