|
---|
- জাকির হোসেন সেখ, ২৭ জুন, কাকদ্বীপ: কাকদ্বীপ কোর্টের ১ম অতিরিক্ত জেলা জজ কমল সরকারকে অপসারন করার দাবিতে তাঁর এজলাস বয়কট শুরু করেছেন আইনজীবীরা। গত ২৬ শে জুন বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া এই ‘এজলাস’ বয়কট ক্রমে ‘আইনজীবীদের কর্মবিরতি’র আকার নিতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। কারণ এজলাস বয়কটের দিন থেকে পাশাপাশি বন্ধ রয়েছে কাকদ্বীপ মহকুমা আদালতের লিগাল সার্ভিসের কাজও।
যাঁর বিরুদ্ধে আইনজীবীদের অভিযোগ, সেই কমল সরকার ২০১৮ সালে কাকদ্বীপ আদালতে প্রথমে আসেন ২য় অতিরিক্ত জেলা জজ হয়ে। পরে তিনি ১ম অতিরিক্ত জেলা জজে উন্নীত হন। আর তারপর থেকেই তিনি কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনের সঙ্গে অসহযোগিতা শুরু করেন বলে সরাসরি অভিযোগ করেছেন কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত বরন পাহাড়ী। তিনি বলেন, ‘কাকদ্বীপ বারের যে কোন কাজে বাধা দেয়া এখন কমল সরকারের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর আইনজীবিদের প্রতি খারাপ আচরন, স্বজন-পোষন ইত্যাদি তো আছেই।’
ফলে কাকদ্বীপ আদালতের কয়েক’শ আইনজীবির এই এজলাস বয়কট দুদিন পেরিয়ে যাবার পর কার্যতঃ গোটা কাকদ্বীপ আদালতেই এখন অচলাবস্থা চলছে এবং এর জেরে হেনস্থা হতে হচ্ছে সেই আম আদমিকেই।