পড়ে থাকা পতাকার টুকরো সযত্নে তুল্য চুয়াডাঙ্গা হাই স্কুলের ছাত্ররা

    নতুন গতি: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পরে পরের দিন যততত্র জাতীয় পতাকা বা পতাকার টুকরো বিভিন্ন জায়গায় ভূলন্ঠিত হয়ে পড়ে থাকতে দেখা যায়।মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে আজ মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার উদ্যোগে বিদ্যালয় চত্বরে পড়ে থাকা এই ধরনের কিছু টুকরোকে মাটি থেকে সযত্নে তুললো বিদ্যালয়ের ছাত্ররা এবং সেগুলোকে রীতি মেনে মাটিতে পুঁতে ফেলা হলো। বিগত বেশ কয়েক বছরের মতো এবারে চুয়াডাঙ্গা হাইস্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাপড়ের পতাকা ব্যবহারে উপরে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল।তাই প্লাসটিক বা কাগজের পতাকা সেভাবে ব্যবহৃতই হয় নি।তাই খুব বেশি পতাকার টুকরোও ভুলন্ঠিত হয় নি বিদ্যালয় চত্বরে। তবুও যে কযেকটি টুকরো ইতি উতি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেগুলো সযত্নে মাটি থেকে তুলে নেওয় হলো।