জাতীয় সংহতি নিয়ে সর্বভারতীয় সেমিনার অনুষ্ঠিত হল আসানসোলে

লুতুব আলি : জাতীয় সংহতি নিয়ে সর্বভারতীয় সেমিনার অনুষ্ঠিত হল আসানসোলে। ইউথ হোস্টেলস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য শাখা, অল ইন্ডিয়া ন্যাশনাল ইন্টারগেশন এন্ড ইউথ লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত হয় আসানসোল রবীন্দ্রভবনে। উদ্বোধন করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় প্রতিনিধি তথা ন্যাশনাল ট্রেজারার মনোজ জহুরী। স্বাগত ভাষণ দেন সংগঠনের রাজ্য চেয়ারম্যান রবিশঙ্কর পাল। স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে এই সেমিনার। অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় জাতীয় সংহতি বিনষ্ট হতে বসেছে। অল্প বয়সী ছেলে মেয়েরা সহ অধিকাংশ মানুষ মোবাইল মুখি হয়ে পড়েছে। অনেকাংশে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার হচ্ছে বলে সেমিনারে উদ্বেগ প্রকাশ করা হয়। এই সেমিনার তিন দিন ধরে চলে। সংগঠনের রাজ্য চেয়ারম্যান রবি শংকর পাল জানান, সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের ব্যবস্থাপনায় সেমিনারটি অন্য মাত্রা পায়। সেমিনারটি দুটি পর্যায়ে একাডেমক ও কালচারাল পার্ট এ সম্পন্ন হয়। বিভিন্ন রাজ্য থেকে ৩০০ এর অধিক প্রতিনিধিরা উপস্থিত হয়ে খোলামেলা আলোচনা করেন। সেমিনার থেকে উঠে আসা ১৬ দফা রিকমেন্ডেশন রাষ্ট্রীয় প্রতিনিধি মনোজ জহুরীর হাতে তুলে দেওয়া হয়। সেমিনারে উপস্থিত ছিলেন আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাধন চক্রবর্তী সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথি বৃন্দ। সেমিনারে বিভিন্ন সংস্কৃতিক সংস্থাগুলি তাদের মনন শীল অনুষ্ঠান পরিবেশিত করে। উল্লেখযোগ্য দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার সোনালী কাজীর পরিচালনায় অনুষ্ঠানটি এক অন্য মাত্রা যোগ করে।