|
---|
রতুয়া,শেখ সাদ্দাম: কাঠের মিলে কাঠচেরাই করার সময় মেশিনে কাটা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রতুয়ার সামসীর একটি কাঠ মিলে। মৃত শ্রমিকের নাম মজিবুর রহমান(৪৫)।
জানা গিয়েছে, মৃত ব্যক্তি বাড়ি রতুয়া ১নং ব্লকের সামসী গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি গ্রামে এদিন মিলে কাঠ চেরাইয়ের কাজ করছিলেন কিছুটা অসাবধান হওয়াতেই মেশিনের করাতে তাঁর মাথা কেটে যায়। শরীরের অন্যান্য অংশও ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন অন্য শ্রমিকরা তড়িঘড়ি তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।