|
---|
আজিজুর রহমান : গলসি বুদবুদ বাজার এলাকায় ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি গলসি ১ নং এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। পতাকা উত্তোলন করেন এলাকার প্রবীণ নেতা পরমানন্দ গুপ্তা। শহীদ বেদীতে মাল্যদানের পর আলোচনা পর্ব শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কম: গনেশ চৌধুরী। খসড়া প্রতিবেদন পেশ করেন কম: কমল সরকার। প্রতিবেদনের উপর পঁচিশটি শাখা থেকে পঁচিশ জন কমরেড বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনকে বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য ও পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য সৈয়দ হোসেন।এদিন তের জনের নতুন কমিটি নির্বাচিত করা হয়। তাদের এগার জনের নাম ঘোষণা করা হয়। বাকি দুইজনের নাম পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।