সম্প্রতি এক অন্য মিছিলে হাঁটলো স্কুল পড়ুয়ারা।

নতুন গতি নিউজ ডেস্ক, মোথাবাড়ি। সম্প্রতি এক অন্য মিছিলে হাঁটলো স্কুল পড়ুয়ারা।। গাছ লাগান প্রাণ বাঁচান, এবং জল সংরক্ষণের গুরুত্বকে সর্বস্তরে ছড়িয়ে দিতে অভিনব মিছিলে পা মিলালো যুবক, তরুন তরুনীর সাথে কয়েকশো স্কুল পড়ুয়া। মালদা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই রেলি শেষ হয় শহরের ব্যস্ততম ফোয়ারা মোড়ে। উদ্যোক্তাদের তরফে কয়েকজন ছাত্র ও কর্মকর্তা অরিজিৎ পাল, দেবদ্বীপ গুপ্ত, তানবীর বিশ্বাস প্রমুখ বলেন আমরা চাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য সকলের সচেতন হওয়া দরকার।যেভাবে কংক্রিটে মরে যাচ্ছে সব স্থান তাই অনেকাংশে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আমাদের সকলের উচিত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা ও নিয়মিত গাছ লাগানো এবং পানীয় জলের সংরক্ষণ করা, জলের অপচয় বন্ধ করার আহ্বান জানান। জলের আরেক নাম জীবন এই জীবন বাঁচলে আমাদের জীবন বাচবে। ছাত্র ছাত্রীদের হাতে ছিল ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানে মুখরিত হয় ছাত্র ছাত্রীরা। এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রী এবং যুব সম্প্রদায়ের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। তারা রেলিতে বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন ও অবশেষে ভাষণে প্রাকৃতিক সম্পদের তাৎপর্য তুলে ধরেন এই কর্মসূচির অঙ্গ হিসেবে মালদা শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগান পড়ুয়ারা। নজির গড়ে তুলেন তারা। সমগ্র অনুষ্ঠানটি নজর কাড়ে মূলত স্কুলপড়ুয়ারা। বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে এবং তৃতীর্থ ফাউন্ডেশন এর সহযোগীতায় এই রেলি অনুষ্ঠিত হয়।