|
---|
সংবাদদাতা : বাগনান টেপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নেতাজি জন্ম জয়ন্তী পালন করা হলো। নেতাজির জন্ম জয়ন্তী কেন্দ্র করে প্লাস্টিক মুক্ত দেশ গড়া এবং পরিবেশ সুস্থ রাখতে চারা গাছ বিতরণ করা হয়। নেতাজী বিষয়ক কবিতা পাঠ করে বিদ্যালয়ের ছাত্রীরা এবং বিভিন্ন জেলা থেকে আগত কবি শিল্পী সাহিত্যিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী ধ্রুবব্রত দত্ত বাংলাদেশ থেকে এসেছিলেন মাসুদ আলম বাবুল ও শিশু সাহিত্যিক আসলাম সানি, উপস্থিত ছিলেন আঙ্গশুমান চক্রবর্তী শিশু সাহিত্যিক আব্দুল করিম উতপল কুমার ধারা তাপস দাস, হেমন্ত রায়, প্রণবেন্দু বিশ্বাস এবং বিদ্যালয় প্রধান শিক্ষক মহাশয় ,ডঃ রনজিত দাস মানস কুমার বসু ,মধুসূদন বাগ ,শান্তনু করাতি, অভিজিৎ রায় ,সন্দীপ ঘোষ,মনোজ বিশ্বাস নুরুল ইসলাম,দেবস্রীতা, সৈকত খাড়া, নবাব মল্লিক, বাবলু চ্যাটার্জী ,কৃষ্ণপদ রায় পৌলোমী মিশ্র প্রমূখ ।
প্রতিটি বক্তা চন্দ্রনাথ বসুর এই ধরনের বিশেষ উদ্যোগকে স্বাগত জানান। বাংলাদেশ থেকে আগত আসলাম সানি বক্তব্যে তুলে ধরেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের কথা ,সেদিন বাংলাদেশের এক কোটি সাধারণ মানুষকে ভারত সরকার আশ্রয় দিয়েছিলেন। আপন করে নিয়েছিলেন। তাদের সুরক্ষায় তিনি ভারতবর্ষের ভারতবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের সহযোগিতা কথা ভারতবাসীর বাংলাদেশ সারা জীবন মনে রাখবে। ছাত্র-ছাত্রীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।প্রধান শিক্ষক বক্তব্যের মধ্যে বলেন টাপুর ইস্কুল উচ্চমাধ্যমিকে দ্বিতীয় অনুমোদন প্রাপ্ত স্কুল। পশ্চিমবঙ্গে পরিবেশ চেতনতা বাড়াতে এইরকম উদ্যোগ প্রতিটি ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় হোক এ কথা সবার মুখে উঠে আসে আব্দুল করিম তার বক্তব্যে বলেন নেতাজির মৃত্যুরহস্য কেন্দ্রীয় সরকার মুক্ত করুন, আর কতদিন ধামাচাপা দেয়া হবে ,পাশাপাশি বলেন আজকের এই মহান দিনে স্মরণ করে দিতে চায় পরিবেশ শুধু গাছপালা নয় পরিবেশের মূল মন্ত্র মানুষ, আমাদের দেশ ভারত পৃথিবীর সবথেকে বড় সংবিধান এবং সব থেকে বড় গণতান্ত্রিক দেশ ,বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে সব থেকে বেশি জনসংখ্যার দেশ,এই দেশে ১২২টি প্রধান ভাষা এবং প্রায় ১৬০০ মত উপভাষা রযেছে।রয়েছে অনেকধর্ম এবং বর্নের মানূষ।সকলকে অধিকার রক্ষার কথা স্বরনীয করি যে দেন। হাজারো হাজার শহীদের রক্তের বিনিময় স্বাধীনতা আমরা অর্জন করেছি সংবিধান রচনা, করেছি ভারতবাসীর জন্য এই সংবিধান রক্ষা করতে হবে। এ দায় ভারতবাসীর নিরপেক্ষতা রক্ষা করতে হবে। এটাই ভারতবাসীর মূল মন্ত্র।নেতাজির স্বপ্নের স্বাধীনতা আমরা রক্ষা করবো , মানুষের স্বাধীনতা মানূষকেই দায়িত্ব নিযে নেতাজির স্বপ্ন কে বাস্তবায়িত করতে হবে। কবি চন্ডীদাস এর কবিতা দিযে “সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” ।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।