কাঁঠালিয়া হাই স্কুল (উঃ মাঃ) এ কবি সম্মেলন

নিজস্ব সংবাদদাতা : ছাত্র-ছাত্রীদের উচ্চ বোধ ও বুদ্ধি সহ উচ্চ শিক্ষার জন্য শুধুমাত্র ক্লাসের মধ্যে পড়াশোনাই যে যথেষ্ট নয় তা অনুভব করে কাঁঠালিয়া হাই স্কুল তাঁদের ছাত্র-ছাত্রীদের জন্য তারা প্রকৃত মানুষ হতে পারে তার পথ সুগম করার লক্ষ্যে প্রত্যেক বছরের মতই এ বছরও গত ১৮ই জানুয়ারি ২০২৪ তারিখ থেকে ৩০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকান্ড করে চলেছেন, যা এক কথায় অভাবনীয়। এতদঞ্চলের অভিভাবক ও প্রশাসন সবই এই লক্ষ্যকে সাফল্য দেয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের সহিত সহযোগিতা করে চলেছেন বিশেষ করে প্রধান শিক্ষক জার্জিস হোসেন সাহেব, শিক্ষিকা সুপর্ণা সেনগুপ্তা, ও শিক্ষিকা জয়িতা দাস মহাশয়ের আন্তরিক প্রয়াস ও সভাপতি আব্দুল ওদুল মোল্লা সাহেবের সহযোগিতা-এই সমস্ত অনুষ্ঠানকে সফলতা দান করতে বিশেষ ভূমিকা রাখে । গত ২৩ শে জানুয়ারি ২০২৪ তারিখ ছিল কবি সম্মেলন। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও নেতাজি প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে সভার সূচনা হয়। নেতাজি স্মারক বক্তৃতা দেন সহ প্রধান শিক্ষিকা জয়িতা দাস । কথা ও কবিতায় ছাত্র-ছাত্রীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পরে শুরু হয় কবি সম্মেলন, গান, আড্ডা, কবিতা পাঠ ও গানে অংশ নেন কবি ও সাংবাদিক আসাদ আলী, কবিতা পাঠে শিক্ষক কবি ও প্রবন্ধকার মহঃ মফিজুল ইসলাম, শিক্ষক ও কবি দীননাথ গোলদার, শিক্ষক ও কবি মহঃ হাসানুজ্জামান, কবি ও সম্পাদক মনিরুল ইসলাম, কবি জাকির হোসেন , সহ প্রধান শিক্ষিকা ও কবি সুপর্ণা সেনগুপ্তা। এছাড়াও ছিল বিভিন্ন ধরনের ছবি,মডেল ও বিভিন্ন ধরনের সৃষ্টিকর্মের অসাধারণ সব এক্সিবিশন যেগুলো শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ এবং সহযোগিতায় ছাত্র ছাত্রীরাই তৈরী করেছে।সঞ্চালনায় ছিলেন সুপর্ণা সেনগুপ্তা। সার্বিক পরিচালনায় প্রধান শিক্ষক জার্জিস হোসেন মহাশয়।