|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ছেলে প্রতিনিয়ত পড়াশোনা বাদ দিয়ে মোবাইল গেমে আসক্ত ছিল। আর এতেই বাবার বকুনি দেয় ছেলেকে। আর এতেই বাবার প্রতি অভিমানে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী হল ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের উত্তর বালুচর এলাকায়। মৃত স্কুল ছাত্রের নাম বরুণ রায়। স্থানীয় প্রাথমিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বাবা গণেশ রায় ফুটপাতে খাবারের দোকানের ব্যবসা। মা বিভা রায় গৃহবধূ। তাদের দুই সন্তান বরুণ রায় ছোট।
মৃত বরুণ রাই এর বড়দাদা বিবেক রায় জানান ভাই পড়াশোনা না করে প্রায়ই মোবাইলে পাবজি গেম খেলতে। বাবা এর আগেও তাকে গেম খেলার বিষয় বারণ করেছিল। কিন্তু ভাই শুনিনি। এদিকে গেম খেলার জন্য বাবার দোকানের ক্যাশ বাক্স থেকে 100 টাকা নিয়ে ভাব ভাই নিয়েছিল গেম খেলার জন্য। বিষয়টি জানতে পেরে বাবা ভাইকে বকাবকি করে। আর তাতেই বাবার প্রতি অভিমান করে নিজের শোবার ঘরে কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে বুধবার রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার ভোররাতে ভাইয়ের মৃত্যু ঘটে। বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তে আনা হয়।
এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।