|
---|
সুর ইসলাম, মেমারি : ২৩ জানুয়ারি, মেমারি চেকপোস্ট এলাকায় অবস্থিত দীর্ঘদিনের পুরানো বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল মেমারি আনন্দমার্গ স্কুল প্রতি বছরের ন্যায় এবারও বীর সুভাষ নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন করে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। কচি কাঁচা খুদেদের সঙ্গে শিক্ষক,শিক্ষাকর্মী এবং অবিভাবক-অবিভাবিকাগণ ভারতমাতা, নেতাজী এবং ভগৎ সিং এর জীবন্ত প্রতিমূর্তি সহযোগে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্ৰহণ করেন। এই শোভাযাত্রা মেমারি শহর পরিক্রমা করে।