|
---|
পারিজাত মোল্লা : শিয়ালদহ সংলগ্ন টাকি বয়েজ স্কুলে আন্ত: বিদ্যালয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মডেল প্রদর্শনী চলছে। এই বিদ্যালয়ের পড়ুয়ারা কেউ চন্দ্রযান, কেউ বা আগ্নেয়গিরির রুপ নিয়ে মডেল গড়েছে। বিভিন্ন শ্রেণির পড়ুয়ারা নিজহাতে এইসব করেছে। শুধু মডেল প্রদর্শনী নয়, চলছে আবৃত্তি,বসে আঁকো,প্রবন্ধ, নাটক,ক্যুইজ প্রভৃতি প্রতিযোগিতা গুলি।টানা কয়েক দিন ধরে চলছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় চত্বরে রয়েছে ফুড ফেস্টিভ্যাল। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ড:, স্বাগতা বসাক জানান -” পড়াশোনার সাথে সাথে অন্যান্য সৃজনশীল প্রতিভাকে প্রকাশ করতে আমাদের এই উদ্যোগ “।