|
---|
নূর আহমেদ : মেমারি, ১০ অক্টোবর,পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত, মেমারি এক নম্বর ব্লকের পালসিট এলাকা থেকে, গত জুন মাসের ১০ তারিখে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়, পুলিশ সূত্রে জানা যায়, নাবালিকার পরিবার, জুলাই মাসের ১৫ তারিখে, মেমারি থাকায় লিখিত অভিযোগ দায়ের করে।
ওই নাবালিকাকে, অভিযুক্ত দুইজন, ফুঁসলিয়ে দিল্লিতে নিয়ে চলে যায়, দিল্লি থেকে কোনরকমে ওই নাবালিকা মেমারি চলে আসে, এবং গত আগস্ট মাসের ৬ তারিখে, নিখোঁজ ওই নাবালিকাকে , মেমারি থেকে উদ্ধার করে পুলিশ ও বর্ধমান আদালতে পেশ করে, আদালতে ওই নাবালিকা জবানবন্দি দেয়, জবান বন্দি দেওয়ার পরেই মেমারি থানার, S.i..পার্থ প্রতিম মন্ডল, ঘটনার তদন্ত শুরু করেন এবং নাবালিকাকে, ফুঁসলিয়ে নিয়ে গিয়ে, যৌন নির্যাতনের অভিযোগে, দিল্লি থেকে, গতকাল দুইজনকে গ্রেফতার করে আজ আদালতে পেশ করে,
পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম – সন্তোষ, বয়স ৩৮ বছর, এবং টুম্পা দাস বয়স ৩৪ বছর, বাড়ি- দিল্লির জগত পুরি থানার লালবাত্তি সংলগ্ন এলাকায়। আদালত ধৃতদের ৩ দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
নূর আহামেদ, মেমারি