|
---|
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : বিশ্ববীণা (ললিতকলা শিক্ষাঙ্গন) এর উদ্যোগে সদ্য প্রয়াতা বরেণ্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের স্মরন সভা অনুষ্ঠিত হলো কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের গোপ এলাকায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত।অনুষ্ঠানের শুরুতে খোলা আকাশের নিচে লতাজীর প্রতিকৃতিতে মাল্যদান, মোমবাতি প্রজ্জ্বলন, নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
লতাজীর গান কে সম্মান জানানোর জন্য কচিকাঁচাদের নাচ, গান, আবৃত্তি, স্মরণে ব্ক্তব্য আয়োজিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী পরেশ দাস, গ্রন্থাগারিক বিশ্বজিত অধিকারী , অধ্যাপক ও গবেষক ডঃ শান্তনু পাণ্ডা, শিক্ষিকা জয়া মুখার্জি, অধ্যাপক তপন সাউ প্রমুখ।
অতিথি শিল্পী হিসেবে লতাজীর গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী পার্থ সারথি পাণ্ডা, শিক্ষিকা অনামিকা তেওয়ারি, মিতা চক্রবর্তী, মন্দিরা খান্ডা প্রমুখ।
বিশ্ববীণা ললিতকলা শিক্ষাঙ্গনের কর্ণধার পার্থ সারথি পাণ্ডা বলেন,এখানে নাচ, গান, আবৃত্তি শেখানো হয় বিগত ১০ বছর ধরে। ছাত্রছাত্রীদের লতাজী কে চেনানোর জন্য আমাদের এই উদ্যোগ বলে তিনি জানিয়েছেন। তিনি এও বলেন যে , অভিভাব্ক ও বন্ধুরা না থাকলে এই অনুষ্ঠান করা যেতো না। এই উদ্যোগ কে খুব প্রশংসা করেছেন প্রতিটি অভিভাবক।
সমগ্র অনুষ্ঠান সুমধুর ভাষায় সঞ্চালনা করেন শিক্ষিকা মন্দিরা খান্ডা।