প্রেম দিবসের দিন মুর্শিদাবাদে সর্বপ্রথম “রুফটপ মিউজিক্যাল কনসার্ট”

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি: প্রেম দিবসের দিন বহু সংগীতপ্রেমী মানুষকে সাক্ষী রেখে হয়ে গেল মুর্শিদাবাদে সর্বপ্রথম “রুফটপ মিউজিক্যাল কনসার্ট” । মহানগরীর স্বাদে মফঃস্বলের মানুষদের আহ্লাদিত করার লক্ষ্যে “ক্রিসেন্ডো” নামক মিউজিক্যাল ব্যান্ড জিয়াগঞ্জ শহরের বুকে করে দেখালো সর্বপ্রথম “রুফটপ মিউজিক্যাল কনসার্ট” । বহু প্রতীক্ষিত এই কনসার্টের অন্তরালে যারা ছিলেন অর্থাৎ যাদের মস্তিষ্কপ্রসু এই অনুষ্ঠানটি সর্বানুকূল্যে ইতিমধ্যেই জিয়াগঞ্জবাসীর মন কেড়েছে তারা হলেন, শৌভিক প্রামাণিক, অর্ধ্যেন্ধু বড়াল, সৌরভ আম্বলী, সৌরভ দে এবং তনুশ্রী সরকার । বিভিন্ন স্বাদের গানের ডালি নিয়ে নবীণ থেকে প্রবীণ প্রত্যেকেই এই কনসার্ট বেশ ভালোই উপভোগ করছে সেটা বলাই বাহুল্য ।

    এই সমগ্র অনুষ্ঠানটি জিয়াগঞ্জ শহরের “হাতা-খুন্তি” নামক রেস্তোরাঁর ছাদে অনুষ্ঠিত হয়েছিলো এবং “হাত-খুন্তি”-ই ছিলো এই অনুষ্ঠানের প্রযোজক । পুলওয়ামার ঘটনায় নিহত ভারতের বীর সৈনিকদের ও প্রয়াত অমর সুর সম্রাজ্ঞী গায়িকা লতা মঙ্গেশকরজি কে শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে ও তারপর মিউজিক্যাল ব্যান্ডের লোগো উন্মোচন করা হয় । লোগো উন্মোচন করেন “হাতা-খুন্তি” রেস্তোরাঁর কর্ণধার শ্রীমতি অনিতা পাল এবং বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডঃ বিপাশা দাস (মিত্র) । এই ব্যান্ডের ট্যাগলাইন হলো, “আহারের সৌরভে, সুরের আত্মকথা”। যাদের সুরের জাদুতে এই রুফটপ মিউজিক্যাল কনসার্ট এক অন্যমাত্রা পেয়েছে তারা হলেন, অর্ধ্যেন্ধু বড়াল (গায়ক), সৌরভ দে (গায়ক এবং পিয়ানো বাদক) অভি দাস (গিটারিস্ট), আকাশ দাস (কাহন বাদক), সায়ন ঘোষ (গায়ক ও গিটারিস্ট), রূপনারায়ণ রায় (গায়ক ও গিটারিস্ট), এবং দেবাদিত্য ভট্টাচার্য (গায়ক এবং গিটারিস্ট)। শুধুমাত্র জিয়াগঞ্জই নয় বাইরেও যেন এহেন রুফটপ মিউজিক্যাল কনসার্ট ছড়িয়ে পড়ে তার দিকেও নজর দিচ্ছে জিয়াগঞ্জের এই “ক্রিসেন্ডো‌” মিউজিক্যাল ব্যান্ডটি ।