ভারী বৃষ্টিতে ধস নামছে ডেবিডাঙ্গা চম্পাসারীতে

ভারী বৃষ্টিতে ধস নামছে ডেবিডাঙ্গা চম্পাসারীতে

    উত্তরবঙ্গ: ভারী বৃষ্টিতে ধস নামছে ডেবিডাঙ্গা চম্পাসারীতে।গত দুদিনে প্রবল বৃষ্টিতে ধস নামে চম্পাসারি ডেবিডাঙ্গাতে।ধস নামে নদীর পাড়ে প্রায় দশটি বাড়িতে।বাড়িগুলিতে জল ঢুকে নষ্ট করে দেয় অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র।

    অসহায় বাসিন্দাদের পাশে এসে দাড়ান এলাকার বাসিন্দারা।তারা ওই দশটি বাড়ির বাসিন্দাদের থাকা,খাওয়া এবং আশ্রয়ের ব্যাবস্থা করেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার আবেদন করা হলেও কোন কানই দেয় নি স্থানীয় প্রশাসন। প্রতি বছরই বন্যার সময় বৃষ্টি হয়ে এই অবস্থা হয় নদীর পাড়ের বাসিন্দাদের।অথচ বারবার বলা হলেও প্রশাসন কোন ভ্রুক্ষেপই নেয় নি।গত পরশু ভারী বৃষ্টির কারন ধস নেমে দেওয়াল ভেঙ্গে পড়ে ওই এলাকার দশটি বাড়ির।বাধ্য হয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন বাসিন্দারা।বর্তমানে প্রতিবেশীদের বাড়িতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা।