|
---|
নবাব মল্লিক, মথুরাপুর: সন্দেশখালি বিজেপি কর্মী সমর্থকের নিস্রংশ হত্যার প্রতিবাদে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে মথুরাপুরে বিজেপির মৌন মিছিল পালন করল। এই মৌন মিছিলে প্রায় হাজার খানেক ব্যক্তি মৌন মিছিলে পা মেলান। বিকাল ৫.৩০ নাগাদ এই মিছিল শুরু হয় মথুরাপুর গ্যাস অফিসের কাছ থেকে। মিছিলের নেতৃত্ব দেন কৃষ্ণ ভঞ্জ মন্ডল প্রেসিডেন্ট মথুরাপুর। এছাড়া উপস্থিত ছিলেন প্রণব জাতুয়া মন্দিরবাজার বিধানসভা বিজেপি উপদেষ্টা। আদ্যপ্রান্ত মিছিল ছিল শান্তিপূর্ণ। মিছিলে অংশগ্রহণকারীরা মুখে কালো ব্যাজ ও হাতে কালো কাপড় বেধে দীর্ঘ তিন কিলোমিটার অতিক্রম করে মথুরাপুর থানা ঘুরে মতিকালি মোড়ে শেষ হয়।