আসানসোলের চিঁচুড়িয়ার রবীন্দ্র নগর কলোনিতে রবীন্দ্র – নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলা উদ্ যাপিত হয়

সংবাদদাতা: আসানসোল লোকসভা কেন্দ্রের চিঁচুড়িয়ার রবীন্দ্র নগর কলোনিতে ৫ – ৭ মে রবীন্দ্র – নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলা উদ্ যাপিত হয়। নাগরিক কমিটি এবং রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতি সন্ধ্যায় বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সঙ্গীত, আবৃতি, নৃত্য, নাটক পরিবেশিত হয়। মাধ্যমিক – উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রী দের মানপত্র প্রদান করা হয়। সর্ব ধর্ম সমন্বয়ের লক্ষ্যে দেশাত্মবোধক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। নাগরিক কমিটির সম্পাদক কাজী মোশারফ হোসেন জানান, বঙ্গ সংস্কৃতির সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে আমাদের এই অনুষ্ঠান। সাধারণ মানুষের আশীর্বাদে প্রায় দুই দশক ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা সফল ভাবে হয়ে আসছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সংহতি দিবসে রবীন্দ্র – নজরুল সাংস্কৃতিক মঞ্চে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ও মেলায় এলাকার মানুষ ব্যাপক হারে যোগদান করেন। রানিগঞ্জ খনি- শিল্পাঞ্চলে সম্প্রীতির এই মিলন মেলার ঐক্যের বার্তা ছড়িয়ে পড়বে এলাকায়, আশা মানুষের।