|
---|
সেক আতিউল্লা, চন্ডিপুর, পূর্ব মেদিনীপুর: নরঘাট এলাকার মাতঙ্গিনি ব্রিজ থেকে কিছুটা পশ্চিম দিকে এগিয়ে এলে এক বিশাল নদীর চর সংঘঠিত হোয়েছে। সেখানেই হটাৎ এক গ্রামবাসি দেখতে পায় এক ছোট্ট বাচ্চার মৃতদেহ। দেখা মাত্রই গ্রামে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একে একে সবাই দেখতে আসছে। কেউ কেউ বলছে এটি কোনো মানুষের ইচ্ছাকৃত কাজ, এবার কেউ কেউ বলছে কিছু দিন আগে মহিষা দল সংলগ্ন এলাকায় লঞ্চ ডুবে যাওয়া মানুষের কারোর বাচ্চা। এ নিয়ে নানান মানুষের নানান মন্তব্য। ঘটনা স্থলে চন্ডিপুর থানার পুলিশ এসে বাচ্চাটিকে নিয়ে যায়।