|
---|
নতুনগতি, মোথাবাড়ী: বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা:) এর আগমন দিবস উপলক্ষে শনিবার কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়িতে অনুপ্রেরণা ফাউন্ডেশনের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ইলেকট্রিক অফিস সংলগ্ন বেসরকারি বিদ্যালয়ের ভবনে। শনিবার দিনভর অন্যান্য রোগীর পাশাপাশি বহু গরীব ও দুঃস্থ রোগীদের চিকিৎসা করা হয়। শিশুরোগ, স্ত্রীরোগ, জেনারেল ফিজিশিয়ান সহ বিভিন্ন ক্ষেত্রে সাতজন চিকিৎসক বিনা পয়সায় রোগীদের চিকিৎসা করেন। চিকিৎসকরা হলেন ড: জাহাঙ্গীর আলম,ড: এস আর নাসরিন, ড: মোজাফফর হোসেন,ড: এনায়েত সেখ, ড: মোহাম্মদ সেলিম ইউসুফ, ড:আমানুর রশিদ,ড: মোহা বদরুদ্দোজা প্রমুখ। এদিনের মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোথাবাড়ি থানার ওসি সৌম্যজিত মল্লিক, সংস্থার সম্পাদক মোহা সেলিম ইউসুফ, সভাপতি ফরিদ আনোয়ার প্রমুখ। উদ্যোগতারা জানান, এলাকায় সমাজের সার্বিক ক্ষেত্রে সেবা ও সচেতনতা পৌঁছানোর লক্ষ্য নিয়ে সমাজের শিক্ষক, ডাক্তার, ও উদ্যোগী যুবক একগুচ্ছ জনকে নিয়ে এই সংস্থা গঠিত হয়েছে। বহু গরীব মানুষ মেডিক্যাল ও কিছু ক্ষেত্রে পরিসেবা না পেয়ে সমস্যায় থাকেন। তাদের কথা মাথায় রেখে চিকিৎসা পরিসেবা ও সামাজিক সেবামূলক কাজের জন্য এই মহতি কর্মসূচি এই মহৎ দিনে গ্রহণ করা হয়েছে। এলাকার প্রায় 400 রোগীকে বিনা পয়সায় চিকিৎসা পরিসেবা দেওয়া হয়। এই ধরনের পরিষেবা ভবিষ্যতে হবে জানান উদ্যোগতারা।