|
---|
নতুনগতি, খান আরশাদ, বীরভূম: এক কালের প্রাচীন রাজধানী জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে সাড়ম্বরে পালিত হল বিশ্ব নবী দিবস। রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যান সোসাইটির পরিচালনায় এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। রাজনগরের ১৮টি গ্রামের হাজার হাজার মানুষ ট্যাবলো সহকারে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় অংশ নেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য তথা রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধু, রানা প্রতাপ রায়, সজল গঁরাই, প্রানতোষ ওঝা, শোভন আচার্য্য সহ জাতি-ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ। সুকুমার সাধু মহাশয় বলেন হজরত মহম্মদ শান্তির বার্তা দিয়ে গেছেন সারা বিশ্বে। যাতে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সেই উদ্দেশ্যে আজকের দিনে সুকুমারবাবু শান্তির বার্তা দিলেন। শোভাযাত্রা শেষে রাজনগর ইমামবাড়া প্রাঙ্গনে সকলে জমায়েত হন। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন মৌলানা শামশুল হক। উপস্থিত ছিলেন রাহে ইসলাম কমিটির সভাপতি রফিকুল আলম, সম্পাদক আবুল ফজল, মহ সরিফ সহ অন্যান্যরা।