বাজার কমিটির স্বেচ্ছায় রক্তদান শিবির 

 

    অতনুঘোষ নতুন গতি,পূর্ব বর্ধমান : পৃথিবীতে সকল ধর্মেই মুমূর্ষুকে দানের কথা বলা হয়েছে। কিন্তু সেই দান যদি হয় রক্ত, তবে তার মহত্ব ছাড়িয়ে যায় অন্য সব কিছুকে।কারণ একজনের দান করা রক্ত বাঁচাতে পারে অন্যের জীবন।কিন্তু আমাদের দেশের হাসপাতালগুলোতে এখনও প্রয়োজনের তুলনায় রক্তের সরবরাহ কম। রক্তদান মহৎ দান। আর এই মহৎ কাজের ধারাকে কিছু মহৎ ব্যক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে বলেই কিছুটা হলেও রক্ত সংকট কমছে এবং মুমূর্ষ রোগীর জীবন বাঁচছে। সামাজিক দূরত্ব ও করোনা নিয়ম বিধি মেনে এমনই এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের দেবীপুর জি টি রোড বাজার কমিটি। বাজার কমিটির সেক্রেটারি কথা জানা যায় যে, তারা প্রতিবছরই এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে, এবছর করোণা আবহের রক্তদাতার সংখ্যা আমন্ত্রিত ব্যক্তির সংখ্যাও কমাতে হয়েছে এবং অনুষ্ঠান সূচিও কাটছাঁট করতে হয়েছে। এদিন রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে 50 জন রক্ত দাতা রক্ত দান করেন এবং বাজার কমিটির পক্ষ থেকে স্মারক হিসেবে রক্তদাতাদের চারাগাছ প্রদান করা হয়।