স্টেট ব্যাংক সুদের হার কমিয়ে দিল

নতুন গতি, ওয়েব ডেস্ক: সুদের হার কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক তাদের রেপো রেটে পরিবর্তন না করার একদিন পরেই শুক্রবার স্টেট ব্যাঙ্ক এই সুদ কমানোরে কথা জানিয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হবে। খুচরো স্থায়ী আমানতে ১০.৫০ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে। একমাত্র ৭ থেকে ৪৫ দিনের জন্য যারা ফিক্সড ডিপোজিট করেছেন, তাঁরা ছাড় পাবেন। গত জানুয়ারিতে ১ বছর থেকে ২ বছরের মধ্যে ফিক্সডের হার ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল। এখন থেকে ৪৬ জিন থেকে ১৭৯ দিনের ফিক্স়ড ডিপোজিটে সুদ হবে ৫ শতাংশ। ১৮০ দিন থেকে ২১০ দিন আর ২১১ দিন থেকে ১ বছরের কমে সুদ হবে ৫.৮০ শতাংশের জায়গায় ৫.৫০ শতাংশ। ১ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কমানো হয়েছে ১০ বেসিস পয়েন্ট। আগে তা ছিল ৬.১০ শতাংশ। এখন হবে ৬ শতাংশ। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক সব ফিক্সড ডিপোজিটেই বাড়তি ৫০ বেসিস পয়েন্ট সুদ দেবে। তাদের ১ থেকে ১০ বছরের স্থায়ী আমানতে সুদের হার হবে ৬.৫০ শতাংশ। এরই পাশাপাশি ঋণের সুদও কমানো হয়েছে। ফলে গৃহঋণ ও গাড়ির ঋণের সুদ কমছে।