ফরসা হওয়ার, উচ্চতা বাড়ানোর, চুল গজানোর, চুল রং করার ইত্যাদি বেশ কিছু বৈষম্যমূলক বিজ্ঞাপন দেখালে ৫০ লক্ষ টাকা জরিমানা ও পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানা যাচ্ছে ‘ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ় অ্যাক্টে’

ফরসা হওয়ার, উচ্চতা বাড়ানোর, চুল গজানোর, চুল রং করার ইত্যাদি বেশ কিছু বৈষম্যমূলক বিজ্ঞাপন দেখালে ৫০ লক্ষ টাকা জরিমানা ও পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানা যাচ্ছে ‘ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ় অ্যাক্টে’

    নতুন গতি ডিজিটাল ডেস্ক : ফরসা হওয়ার ক্রিম, রোগা বা মোটা হওয়ার খাবার, চুল গজানোর ওষুধ…। টিভি খুললে কিছুক্ষণ বিজ্ঞাপন দেখলেই নিজের শরীরে সব অংশেই কোনও-নো-কোনও গলদ রয়েছে এমন মনে হতে বাধ্য! আর সেই কারণে আমরা কিনেও চলেছি নিত্য নতুন সামগ্রী।

    এবার এমনই কিছু বিজ্ঞাপনের উপর জারি হতে পারে সরকারী নিষেধাজ্ঞা। ‘ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ় অ্যাক্ট’ অনুযায়ী, ফরসা হওয়ার, উচ্চতা বাড়ানোর, চুল গজানোর, চুল রং করার ইত্যাদি বেশ কিছু বৈষম্যমূলক বিজ্ঞাপন দেখালে ৫০ লক্ষ টাকা জরিমানা ও পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। এই আইন অনুযায়ী, প্রথমবার নিয়ম ভাঙলে ১০ লক্ষ টাকা জরিমানা ও সর্বাধিক দু’বছর পর্যন্ত জেল হতে পারে। তার পরে আবার নিয়ম ভাঙা হলে বাড়তে থাকবে শাস্তির পরিমাণ।